Views Bangladesh Logo

মোহাম্মদপুর থানার ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানের অপসারণ দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ‘ঐক্যবদ্ধ মোহাম্মদপুর’ ব্যানারে এই বিক্ষোভ করে এলাকাবাসী। তারা অভিযোগ করেন, ওসি সন্ত্রাসী ও ছিনতাইকারীদের সঙ্গে আঁতাত করে চলেছেন এবং থানায় সেবা নিতে এলে সাধারণ মানুষকে অসদাচরণের মুখে পড়তে হয়।

স্থানীয় বাসিন্দা পারভেজ হাসান সুমন বলেন, “আইনি সহায়তা না পাওয়া ও ওসির আচরণে আমরা হতাশ। এত অভিযোগের পরও তাকে অপসারণ করা হয়নি।”

বিক্ষোভের আগের রাতে সাংবাদিক আহমাদ ওয়াদুদ ছিনতাইয়ের শিকার হন। অভিযোগ করতে গেলে ওসি তাকে বলেন, “দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই হবেই।” ওসির এমন মন্তব্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

ঘটনার পর পুলিশ সদর দপ্তরের নির্দেশে মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। তবে ওসির বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ