Views Bangladesh Logo

সংস্কার সংলাপে 'স্বাধীন পুলিশ কমিশন' গঠনের প্রস্তাব

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ পুলিশে পেশাদারিত্ব, জবাবদিহি এবং দক্ষতা নিশ্চিত করতে 'স্বাধীন পুলিশ কমিশন' গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন(এনসিসি)।

রবিবার (২৭ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত চলমান রাজনৈতিক সংস্কার সংলাপের দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনে কমিশনের ভাইস-চেয়ারম্যান ড. আলী রিয়াজ এ প্রস্তাবনা উপস্থাপন করেন।

প্রস্তাবিত খসড়া অনুযায়ী, কমিশনের নেতৃত্ব দেবেন আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, যার বয়স ৭২ বছরের কম হবে। কমিশনের সদস্য সচিব হবেন একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি), যিনি ৬২ বছরের কম বয়সী হবেন। সদস্যদের মধ্যে থাকবেন ক্ষমতাসীন ও বিরোধী দল উভয়ের প্রতিনিধিরা থাকবেন। সেই সঙ্গে থাকবেন সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, স্পিকার ও ডেপুটি স্পিকার।

অতিরিক্ত সদস্য হিসেবে থাকবেন অন্তত ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন মানবাধিকারকর্মী এবং অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। নয় সদস্যের এই কমিশনে অন্তত দুইজন নারী সদস্য থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়ার নির্দিষ্ট কিছু দিক তদারকির জন্য একটি বাছাই কমিটি গঠনের প্রস্তাবও করা হয়েছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন হাইকোর্ট বিভাগের বিচারক অন্তর্ভুক্ত থাকবেন।

কমিশনের চেয়ারম্যান ও সদস্য সচিব পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। বাকি সদস্যরা স্বেচ্ছাসেবী ভিত্তিতে কাজ করবেন, তবে আইন অনুযায়ী তারা সম্মানী ও ভাতা পেতে পারবেন। কমিশনের কার্যপরিধি, দায়িত্ব, জবাবদিহিতার কাঠামো, সদস্যদের পদত্যাগ বা অপসারণের নিয়ম আইন দ্বারা নির্ধারিত হবে।

প্রস্তাবিত খসড়া অনুযায়ী, কমিশনের সিদ্ধান্ত গ্রহণের জন্য সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ