বিএনপির বিরুদ্ধে চলমান অপপ্রচার সুপরিকল্পিত চক্রান্ত: মির্জা ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে চলমান অপপ্রচারকে সুপরিকল্পিত চক্রান্ত আখ্যা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের লক্ষ্যে এ অপপ্রচার চালানো হচ্ছে।
রোববার (১৩ জুলাই) বিকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজ বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, তা নিছক সমালোচনা নয়। এর পেছনে রয়েছে সুপরিকল্পিত চক্রান্ত। উদ্দেশ্য একটাই—বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং ভবিষ্যৎ সম্ভাবনাময় নেতা তারেক রহমানকে দমন করা। তার চরিত্র হননের অপচেষ্টা চলছে। জনগণের কাছে তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করার অপপ্রয়াস করা হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, অনেকে বলেন, তারেক রহমান পারিবারিক পরিচয়ের কারণে নেতৃত্বে এসেছেন। আমি এই কথায় বিশ্বাস করি না। কারণ, তারেক রহমানের রয়েছে নিজস্ব গুণাবলি ও নেতৃত্বগুণ। এসব গুণই তাকে আজকের অবস্থানে এনেছে। ম্যাডাম (খালেদা জিয়া) কারাবন্দি হওয়ার পর থেকে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছে। আমি দেখেছি, তিনি অসাধারণ সাংগঠনিক দক্ষতার অধিকারী। দেশের গ্রাম-গঞ্জ থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে দ্রুত উজ্জীবিত করতে তার অসাধারণ সক্ষমতা রয়েছে।
২০০২ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চীন সফরের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শীতকালীন সেই সফরে গার্ড অব অনার শেষে চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে করমর্দন করে বলেছিলেন—‘কেরি দ্য ফ্ল্যাগ অব ইউর ফাদার অ্যান্ড মাদার।’ সেই কথাই আজো আমাদের কানে বাজে।
ফখরুল বলেন, নানামুখী রাজনৈতিক নির্যাতন, নির্বাসন, পারিবারিক বিচ্ছিন্নতা সবকিছু সহ্য করে তারেক রহমান আজো মাথা নত করেননি। তাঁর এই দৃঢ়তা এবং সাহসিকতা বিএনপির নেতৃত্বে নতুন বল যোগাচ্ছে। মায়ের মতো তিনিও অবিচল থেকেছেন।
বিএনপিপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগারদের পূর্ববর্তী আন্দোলন-সংগ্রামে অবদানের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, আপনাদের অবদান আমরা কখনো ভুলিনি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহর সভাপতিত্বে এবং কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান, রাজনৈতিক বিশ্লেষক ড. জাহিদ উর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সাথাওয়াত হোসেন সায়ন। এছাড়া অনুষ্ঠানে বিএনপিপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগাররা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে