৮২৬ বিচারকের পদোন্নতি
অন্তর্বর্তীকালীন সরকার নিম্ন আদালতে কর্মরত বিচারকদের জন্য ব্যাপক পদোন্নতির অনুমোদন দিয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দেশের বিভিন্ন স্থানে মোট ৮২৬ বিচারকের পদোন্নতি ও স্থানান্তরের বিজ্ঞপ্তি জারি করেছে।
২৬ নভেম্বর বুধবার দুপুরে সহকারী সচিব এ.এফ.এম. গোলজার রহমান স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়। পদোন্নতির পর বিচারকদের নতুন দায়িত্বস্থলে নিয়োগ দেওয়া হয়েছে।
জেলাসভা ও জেলা ও দায়রা জজ পদোন্নতির বিজ্ঞপ্তি অনুযায়ী, অতিরিক্ত জেলা ও দায়রা জজদের মধ্যে ২৫০ জনকে ২০১৬ সালের বিচারিক সেবা (বেতন ও ভাতা) আদেশের প্রথম গ্রেডে জেলা ও দায়রা জজ পদে উন্নীত করা হয়েছে, যেখানে বেতন সীমা ৭০,৯২৫–৭৬,৩৫০ টাকা।
মোট ৮২৬ বিচারক পদোন্নতি পেয়েছেন ও পোস্টিং পেয়েছেন:
১.অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ: ২৫০ জন
২.যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ: ২৯৪ জন
৩.সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ: ২৮২ জন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত বিচারকরা ২৭ নভেম্বর তাদের বর্তমান দায়িত্ব হেফাজতে হস্তান্তর করবেন এবং ১ ডিসেম্বরের মধ্যে নতুন দায়িত্বস্থলে যোগদান করবেন।
বর্তমানে প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি বা বিদেশী ছুটিতে থাকা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা ছুটি বা প্রশিক্ষণ শেষ করার পর পরবর্তী দায়িত্বস্থলে যোগদান করে সঙ্গে সঙ্গে পদোন্নতি অনুযায়ী কাজভার গ্রহণ করবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে