Views Bangladesh Logo

সেনা কর্মকর্তার রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে তদন্ত ট্রাইব্যুনাল গঠন : আইএসপিআর

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে একটি তদন্ত ট্রাইব্যুনাল গঠন করেছে সেনাবাহিনী। শুক্রবার (১আগষ্ট) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মাধ্যমে সেনাবাহিনীর কাছে অভিযোগটি আসে। অভিযোগটি গুরুত্বসহকারে বিবেচনা করে সেনাবাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং ১৭ জুলাই রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাকে আটক করে সামরিক হেফাজতে নেওয়া হয়।

সততা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে দ্রুত একটি তদন্ত ট্রাইব্যুনাল গঠন করা হয়। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা মিলেছে বলে আইএসপিআর জানিয়েছে। তদন্ত সম্পন্ন হলে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধানের আওতায় উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী।

এছাড়াও, সংশ্লিষ্ট কর্মকর্তার অননুমোদিতভাবে দায়িত্ব থেকে অনুপস্থিত থাকার বিষয়েও একটি আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। উক্ত ট্রাইব্যুনালের সুপারিশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আইএসপিআর স্পষ্টভাবে জানিয়েছে, 'বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক, শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার বাহিনী। এখানে রাজনৈতিক সম্পৃক্ততার কোনো সুযোগ নেই। যদি কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন, তবে তার বিরুদ্ধে সামরিক আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

সেনাবাহিনী পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সংবিধান অনুসারে দায়িত্ব পালনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ