Views Bangladesh Logo

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় অবস্থিত শাহ আলম কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে।

বাকী সদস্যরা হলেন- বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াছির আরাফাত খান, ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-২) উপসহকারী পরিচালক অতীশ চাকমা, ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের (মিরপুর) পিও কাম অ্যাডজুটেন্ট মো. সাইদুল আলম চৌধুরী, ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (ঢাকা-২৩) সোহরাব হোসেন ও সিনিয়র স্টেশন অফিসার (মোহাম্মদপুর) মো. ফসির উদ্দিন। কমিটির সদস্য সচিব হিসেবে আছেন ফায়ার সার্ভিসের (ঢাকা বিভাগ) উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, মিরপুরে কেমিকাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস থেকে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি অগ্নিকাণ্ডের সূত্রপাতসহ নানা রকম সবকিছুই তদন্ত করে বের করার চেষ্টা করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ