Views Bangladesh Logo

অধ্যক্ষ ও প্রধান শিক্ষকও এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ হবে

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) জানিয়েছেন, এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ হবে।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি অনুদান অনুযায়ী মাসিক বেতন পান। তারা মূল বেতন ও কিছু ভাতা সরকারি তহবিল থেকে পান। বর্তমানে সহকারি শিক্ষক নিয়োগ হয় এনটিআরসিএর পরীক্ষার মাধ্যমে, যেখানে যোগ্য প্রার্থীদের সুপারিশ করা হয়। তবে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য কর্মচারী নিয়োগ এত দিন হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মাধ্যমে। এই নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের নিয়মও পরিবর্তন করেছে। নতুন নিয়মে পরিচালনা পর্ষদের আর কোনো ভূমিকা থাকবে না। জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত একটি কমিটি নিয়োগ পরীক্ষা, মূল্যায়ন ও সুপারিশ করবে। এ কমিটিতে পরিচালনা পর্ষদের কোনো সদস্য থাকবেন না।

এখন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগও এনটিআরসিএর মাধ্যমে নেওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, “এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ দিলে শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব প্রতিষ্ঠা হবে।” তিনি আরও জানান, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রক্রিয়াও চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ