Views Bangladesh Logo

এবার বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষার্থীদের সীমাবদ্ধ রাখার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্তকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। একই সঙ্গে ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার ভিত্তিতে বেসরকারি স্কুলের শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতি নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (৩ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মুনতাসির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

আইনজীবী জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১৭ জুলাই একটি স্মারকের মাধ্যমে জানিয়েছিল যে, শুধুমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন, শিক্ষক ও অভিভাবকসহ ৪২ জন রিট দায়ের করেন।

প্রাথমিক শুনানিতে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট ওই স্মারকের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করেছিলেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত সোমবার (৩ নভেম্বর) রুল অ্যাবসলিউট ঘোষণা করেন এবং নির্দেশ দেন বেসরকারি স্কুলের শিক্ষার্থীরাও ২০০৮ সালের নীতিমালার আলোকে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

প্রসঙ্গত,২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ