Views Bangladesh Logo

মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রধান আসামি পটুয়াখালী থেকে গ্রেপ্তার

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মো. সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রধান সন্দেহভাজনকে পটুয়াখালীর ইটবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) একটি দল পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে বুধবার সকালে নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম।

পরে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, পটুয়াখালী থেকে পাথর নিক্ষেপকারী মো. রিজওয়ান উদ্দিন অভিকে গ্রেপ্তার করা হয়েছে। 

ডিবির একজন কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত ব্যক্তি বড় পাথর ছুড়ে সোহাগকে আঘাত করছে। সেই তথ্য এবং অন্যান্য সূত্র মিলিয়ে তাকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারের সময় সে ইটবাড়িয়ার একটি বাড়িতে অবস্থান করছিল।

এই নিয়ে সোহাগ হত্যাকাণ্ডে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে ১৪ জুলাই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে আরেক অভিযুক্ত মো. নান্নু কাজীকে (৩৩) গ্রেপ্তার করে।

গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের গেট ৩–এর সামনে প্রকাশ্যে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয় সোহাগকে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, রাজনৈতিক দল ও বিভিন্ন নাগরিক সংগঠন দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ জানায়। রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে। হত্যার পরদিন সোহাগের বোন একটি হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়াও পুলিশ অস্ত্র আইনে আরেকটি মামলা করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ