Views Bangladesh Logo

রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর জামিনে মুক্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

০২০ সালে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বহিষ্কৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া রোববার সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে রোববার সন্ধ্যায় সব আনুষ্ঠানিকতা শেষে তিনি বেরিয়ে আসেন বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানান সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক।

এর আগে, হাইকোর্ট রায়হান আহমেদের পুলিশ হেফাজতে মৃত্যুর মামলায় আকবরকে ছয় মাসের জন্য জামিন মঞ্জুর করেন।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে রায়হানের মা বলেন, প্রধান আসামি দেশ ছেড়ে চলে যেতে পারে। “আদালতের আদেশে আমি অত্যন্ত হতাশ।”

২০২০ সালের ১১ অক্টোবর সিলেট নগরীর আখালিয়ার বাসিন্দা, ৩৪ বছর বয়সী রায়হান আহমেদকে পুলিশ হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়।

পরদিন ১২ অক্টোবর রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

ওইদিনই বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। বাকি তিনজনকেও সেদিনই ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়।

পরে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ হস্তান্তর করা হয়।

২০২০ সালের ৯ নভেম্বর কানাইঘাট উপজেলার দোনা সীমান্ত এলাকা থেকে আকবরকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ১৮ নভেম্বর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০২১ সালের ৫ মে পুলিশ আকবরসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলার অন্যান্য আসামি হলেন সহকারী উপপরিদর্শক আশেক এলাহী (৪৩), কনস্টেবল মো. হারুন অর রশিদ (৩২), টিটু চন্দ্র দাস (৩৮), উপপরিদর্শক হাসান উদ্দিন (৩২) এবং আকবরের আত্মীয় আবদুল্লাহ আল নোমান (৩২)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ