Views Bangladesh Logo

মিটফোর্ড হত্যাকান্ডের প্রধান আসামী মহিনের দায় স্বীকার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে এ জবানবন্দি রেকর্ড করা হয়। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে মহিন স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মতি জানান। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের আবেদন করলে আদালত তা গ্রহণ করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১০ জুলাই প্রথম দফায় পাঁচদিন এবং ১৫ জুলাই দ্বিতীয় দফায় আরও পাঁচদিনের রিমান্ডে নেয়া হয় মহিনকে।

গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের গেটসংলগ্ন এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)–কে নৃশংসভাবে কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে থেতলে হত্যা করা হয়।

ঘটনার পর নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি পুলিশও অস্ত্র আইনে আরেকটি পৃথক মামলা করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ