Views Bangladesh Logo

প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত

তিন দফা দাবিতে চলমান আন্দোলন থেকে সরে এসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ বিবৃতিতে বলা হয়, নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় পরীক্ষাকালীন সময়ে শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, রবিবার থেকে সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) যথারীতি চলবে। পাশাপাশি জানানো হয়েছে, উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ