Views Bangladesh Logo

তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।


শিক্ষকদের দাবিগুলো হলো, সহকারী শিক্ষকদের ন্যূনতম বেতন ১১তম গ্রেডে উন্নীত করা, সহকারী শিক্ষকদের মধ্য থেকে শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদ পূরণ এবং ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসনসহ অন্যান্য কর্মসংক্রান্ত দাবির দ্রুত বাস্তবায়ন।


শনিবারের (৩০ আগস্ট) মহাসমাবেশের আয়োজন করেছে প্রাথমিক শিক্ষকদের ছয়টি সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকদের পদচারণায় শহীদ মিনার চত্বর পূর্ণ হয়ে গেছে।


মহাসমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া বলেন, ‘অন্তর্বর্তী সরকার শিক্ষকদের দাবি পূরণ না করলে ক্ষমতায় এলে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে।’


সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, শিক্ষকদের দাবিগুলো পূরণ না হলে আইনি লড়াইয়ের মাধ্যমে আদায়ের চেষ্টা করবেন তিনি।


সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, মহাসমাবেশে সংহতি জানাতে এসেছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ