Views Bangladesh Logo

শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকেরা, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি

 VB  Desk

ভিবি ডেস্ক

শম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ‘পুলিশের হামলার’ প্রতিবাদে রোববার সকাল থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন।

দেশের বিভিন্ন স্থানে শিক্ষকেরা কর্মবিরতিতে অংশ নিচ্ছেন। কোথাও ক্লাস বন্ধ থাকলেও কিছু বিদ্যালয়ে পাঠদান চলছে।

এদিকে তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। তারা পুলিশের হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ দাবি করেছেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘শিক্ষকদের ওপর হামলার পর আটক পাঁচজন এখনো শাহবাগ থানায় আছেন। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘তিন দফা দাবি বাস্তবায়ন না করা, নিরীহ শিক্ষকদের ওপর রাবার বুলেট, জলকামান, টিয়ারশেল ও লাঠিচার্জ চালিয়ে শতাধিক শিক্ষককে আহত করার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

তিন দফা দাবির মধ্যে রয়েছে— দশম গ্রেডে বেতন, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন, শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

শনিবার সকাল থেকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হয়। বিকেলে শিক্ষকরা ‘কলম বিরতি কর্মসূচি’ পালনে মিছিল নিয়ে শাহবাগের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সংঘর্ষ, লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ছোড়া হলে দেড় শতাধিক শিক্ষক আহত হন এবং ৫ জনকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেন শিক্ষক নেতারা।

তবে ঢাকা মহানগর পুলিশের দাবি, আন্দোলনকারীদের একাংশ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে এগিয়ে গেলে নিরাপত্তার স্বার্থে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে।

পুলিশের বাধার মুখে শহীদ মিনারে ফিরে এসে শিক্ষকরা রোববার থেকে কর্মবিরতির ঘোষণা দেন। শনিবার রাতেই তারা মোমবাতি প্রজ্বলন করে পুলিশের হামলার প্রতিবাদ জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ