Views Bangladesh Logo

আজও কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

শম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন আজও অব্যাহত রয়েছে। মন্ত্রণালয়ের সঙ্গে রাতভর বৈঠকে সহকারী শিক্ষকদের একাংশ আন্দোলন প্রত্যাহার করলেও, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা সেই সিদ্ধান্ত মানেননি। ফলে আজও (সোমবার) দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন তারা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এতে বার্ষিক পরীক্ষার আগমুহূর্তে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। প্রায় পাঁচ ঘণ্টার বৈঠক শেষে সোমবার থেকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক নেতারা। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রোববার তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ দাবি করেছেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন কমিটির নেতারা বলেন, ‘আমরা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছিলাম। কিন্তু মাঠের শিক্ষকদের প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

তারা জানান, শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।

এর আগে শনিবার পুলিশি হামলার প্রতিবাদসহ তিন দফা দাবিতে শিক্ষকেরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। দিন গড়াতেই আন্দোলনে শিক্ষকদের উপস্থিতি বাড়ে এবং দাবি আদায়ের স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার এলাকা।

আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের দাবিগুলো ন্যায্য। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুত যৌক্তিক সমাধান দিন। রাজনৈতিক দল ও সুশীল সমাজকেও শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ