Views Bangladesh Logo

৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে বন্ধ পাঠদান

রকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে আজ বৃহস্পতিবার থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে বার্ষিক পরীক্ষার ঠিক আগে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যত বন্ধ হয়ে গেছে।

বুধবার রাতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচিটি আগাম শুরুর ঘোষণা দেয়। সংগঠনটির দাবি, অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস সত্ত্বেও দীর্ঘদিনেও দাবি বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় ৩০ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও কর্মসূচি এগিয়ে আনা হয়েছে।

সংগঠনটি জানায়, ৮ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং শাহবাগে কলম সমর্পণ কর্মসূচির সময় পুলিশের হামলায় শতাধিক শিক্ষক আহত হন। পরদিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় তিন দফা দাবির বিষয়ে আশ্বাস মেলে। তবে প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ১১তম গ্রেডের প্রজ্ঞাপনসহ দাবিগুলোর বাস্তবায়নে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

শিক্ষকদের তিন দফা দাবি
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা দূর করা
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা

এর আগে অন্য একটি সংগঠন, প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদও একই দাবিতে ২৫–২৭ নভেম্বর কর্মবিরতি পালন করেছে।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম বলেন, দীর্ঘদিন আলোচনার পরও সরকারের পক্ষ থেকে শুধুই আশ্বাস দেওয়া হয়েছে, বাস্তব কোনো পদক্ষেপ নেওয়া হয়নি—তাই বাধ্য হয়েই পূর্ণদিবস কর্মবিরতিতে যেতে হচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে কর্মরত শিক্ষক সংখ্যা প্রায় ৩ লাখ ৮৪ হাজার। সম্প্রতি প্রধান শিক্ষক ও ১৩তম গ্রেডের শিক্ষকদের গ্রেড উন্নীত করার উদ্যোগ নেওয়া হলেও সহকারী শিক্ষকরা এতে অসন্তুষ্ট।

তাদের অভিযোগ—অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, নার্স, কৃষি কর্মকর্তা, পুলিশের সাব–ইন্সপেক্টরসহ অনেকেই স্নাতক ডিগ্রি নিয়ে ১০ম গ্রেড পাচ্ছেন; কিন্তু প্রাথমিকের সহকারী শিক্ষকরা অতিরিক্ত প্রশিক্ষণ থাকা সত্ত্বেও এখনো ১৩তম গ্রেডেই রয়ে গেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ