Views Bangladesh Logo

শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

শম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করবে চারটি সংগঠনের জোট ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। এতে নবীন শিক্ষকরাও অংশ নেবেন।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো-দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

শুক্রবার দুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, 'শনিবার শহীদ মিনারে প্রায় ২০ হাজার শিক্ষক অবস্থান নেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।'

তিনি আরও বলেন, 'বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নার্স, কৃষি কর্মকর্তা বা পুলিশ সদস্যরা একই যোগ্যতায় দশম গ্রেড পান, অথচ প্রাথমিক শিক্ষকরা ১৩তম গ্রেডে রয়েছেন। এটা বৈষম্যমূলক।'

নবীন শিক্ষকদের নেতা তালুকদার পিয়াস বলেন, 'প্রাথমিক শিক্ষা দেশের ভিত্তি। যারা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছেন, তাদের ন্যায্য মর্যাদা ও বেতন কাঠামো পাওয়া উচিত।'

অন্যদিকে প্রাথমিক শিক্ষকদের আরেকাংশ ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর ব্যানারে ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকারকে। দাবি পূরণ না হলে তারা নভেম্বরের শেষ সপ্তাহে কর্মবিরতি ও ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করার ঘোষণা দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ