Views Bangladesh Logo

রোববার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

বেতন গ্রেড বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। রোববার থেকে তাদের এই কর্মবিরতি শুরু হবে। পাশাপাশি, দাবি বাস্তবায়ন এবং শাহবাগে পুলিশের হামলার প্রতিবাদে তারা আগামীকাল থেকে শহীদ মিনারে অবস্থান করবেন।

শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে একজোট হয়ে এ ঘোষণা দেন শিক্ষকরা। এর আগে রাজধানীর শাহবাগে শিক্ষকদের পদযাত্রায় পুলিশ লাঠি, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে। এতে শতাধিক শিক্ষক আহত হয়েছেন।

শিক্ষকরা অভিযোগ করেছেন, পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে, পুলিশ জানিয়েছে, শিক্ষকেরা বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে চাইলে ছত্রভঙ্গ করতে তাদের পদক্ষেপ নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, শিক্ষকদের হামলায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।


তিন দফা দাবিতে আন্দোলনরত সহকারী শিক্ষকদের দাবি:

- সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা
- ১০ ও ১৬ বছর চাকরি পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান
- শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৫৬৭টি, যেখানে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন, তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম এবং ১৩তম থেকে ১২তম গ্রেডে উন্নীতকরণ উদ্যোগ নিলে সহকারী শিক্ষকরা বঞ্চিত হন। এ কারণে তারা এ কর্মসূচিতে নেমেছেন।
পরে, ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ শনিবার থেকে ১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ