এনসিপির আখতারের ওপর ডিম নিক্ষেপ, নিন্দা প্রেস সচিবের
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা।
সোমবার সন্ধ্যায় ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হামলাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে বর্ণনা করেন শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশ কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি তদন্ত করবে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ইউনূসের কর্মসূচিরও বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব। তিনি জানান, ইউনূস জাতিসংঘে সামাজিক ব্যবসা বিষয়ক একটি আইএমএফ বৈঠকে অংশ নেবেন। এছাড়া যুক্তরাষ্ট্রে ভারতের মনোনীত রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করবেন তিনি।
অধ্যাপক ইউনুসের সফরসঙ্গী এনসিপি নেতার ওপর এ হামলার ঘটনা চলমান রাজনৈতিক উত্তেজনাকেই সামনে নিয়ে এসেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে