Views Bangladesh Logo

'মৈত্রী সম্মাননা' পেলেন কলকাতা উপ-হাইকমিশনের প্রেসসচিব তারিক চয়ন

ভারতের পশ্চিমবঙ্গে ‘মৈত্রী সম্মাননা’ পেয়েছেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন)। শনিবার (৯ আগস্ট) উত্তর ২৪ পরগনার ঘোষপুরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুই বাংলার সম্পর্কের সেতুবন্ধন, আন্তঃসাংস্কৃতিক সহযোগিতা এবং সাংবাদিকতার মাধ্যমে বন্ধনকে গভীর করার ক্ষেত্রে তারিক চয়নের নিরলস প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসিত। ‘মৈত্রী সম্মাননা’ প্রদানকে দুই দেশের মানুষের হৃদয়ের বন্ধন আরও দৃঢ় করার আন্তরিক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বারাসাত আকাদেমি অব কালচার এবং পশ্চিমবঙ্গ সরকারের দীনেশ স্মৃতি পাঠাগার।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে কলকাতায় ‘সেরা বাঙালি সম্মাননা–২০২৫’ পেয়েছিলেন তারিক চয়ন। নজরুল শতবর্ষী সদনে আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের আয়োজনে তাকে এ সম্মাননা দেয়া হয়, যেখানে প্রবাসে বাংলাদেশের সাহিত্য–সংস্কৃতির প্রচার, কূটনৈতিক দূরদর্শিতা ও নেতৃত্বের জন্য তার অবদানকে বিশেষভাবে উল্লেখ করা হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ