সাইবার বুলিং থেকে সতর্ক থাকার আহ্বান প্রেস সচিবের
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম শিক্ষার্থীদের অনলাইন হয়রানি বা সাইবার বুলিংয়ের বিপদ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সাইবার বুলিংয়ে জড়িত হলে ভবিষ্যতের কর্মজীবনে তার গুরুতর নেতিবাচক প্রভাব পড়তে পারে।’
সোমবার সকালে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শতাধিক কলেজের শিক্ষার্থীরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
প্রেস সচিব শিক্ষার্থীদের ডিজিটাল ও মিডিয়া সাক্ষরতার গুরুত্ব বোঝানোর পাশাপাশি নৈতিক অনলাইন আচরণের ওপরও গুরুত্বারোপ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম এস আমানুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় এখন শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও কর্মসংস্থান-ভিত্তিক শিক্ষায় জোর দিচ্ছে। তিনি জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে অধিভুক্ত কলেজগুলোর সব অডিটোরিয়াম ও লাইব্রেরির নামকরণ করা হবে।
অনুষ্ঠানে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপাচার্য নিজে। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, আইসিটি বিভাগের সচিব শিশ হায়দার চৌধুরী।
বক্তারা ২০২৪ সালের ঐতিহাসিক গণআন্দোলনে তরুণদের অবদান স্মরণ করে আজকের প্রজন্মকেও সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে