১১ দলের আসন ভাগাভাগি নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে আসন ভাগাভাগি বিষয়ে পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর প্রায় ২টা ১৫ মিনিটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় জামায়াতে ইসলামী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আজ ১৪ জানুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠেয় ১১ দলের ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত করা হলো।”
এ বিষয়ে জানতে চাইলে ১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, কিছু প্রস্তুতি বাকি থাকায় অনিবার্য কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে বলেও তিনি জানান।
এর আগে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১১ দলের মধ্যে আসন ভাগাভাগি বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযোদ্ধা হলে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকার কথা ছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে