Views Bangladesh Logo

সরকারি সফরে চার দিনের জন্য পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

 VB  Desk

ভিবি ডেস্ক

চারদিনের সরকারি সফরে চার দিনের জন্য নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশে রওনা দেবেন।

বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া বঙ্গভবন সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর এটি বঙ্গভবনের বাইরে রাষ্ট্রপতির প্রথম সফর।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি। জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণের পর সেখানেই তিনি রাত্রিযাপন করবেন।

পরদিন শুক্রবার (৭ নভেম্বর) আরিফপুরে পিতা-মাতার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর তিনি আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবার (৮ নভেম্বর)ও সার্কিট হাউজে নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করবেন এবং রাত্রিযাপন করবেন।

সফরের শেষ দিন রোববার (৯ নভেম্বর) সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণের পর হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ