Views Bangladesh Logo

এ কে খন্দকারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান, বীর উত্তম এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।


শনিবার রাষ্ট্রপতির কার্যালয় থেকে এক শোকবার্তায় এই শোক প্রকাশ করা হয়।

বীর উত্তম এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।


১৯৩০ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণকারী আবদুল করিম খন্দকার, যিনি এ কে খন্দকার নামে সুপরিচিত, ছিলেন এক বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী। তিনি ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং যুদ্ধকালীন সময়ে উপপ্রধান সেনাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ভারত ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও কর্মরত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ