Views Bangladesh Logo

নিরাপদ নির্বাচন পরিবেশ নিশ্চিতের প্রক্রিয়ায় আছে র‍্যাব: ডিজি

 VB  Desk

ভিবি ডেস্ক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে নিরাপদ নির্বাচন পরিবেশ নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘আমরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচনমুখী পরিবেশ তৈরি করছি। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রতিটি দায়িত্বের নির্দেশনা দেয়া হবে। সেই নির্দেশনার আলোকে আমরা আমাদের দায়িত্ব পালন করব।’

শহিদুর রহমান বলেন, ‘র‌্যাবের সদস্যদের জন্য ইন-হাউজ আইন ও নিরাপত্তা প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের মূল প্রস্তুতি হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং নিরাপদ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ