১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার কারণে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান আনু। কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান চলাকালীন প্রস্তুতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এটি গত ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মোট ১০ দিন প্রযোজ্য হবে।
সরেজমিন দেখা গেছে, স্মৃতিসৌধের পাকা অংশে ধোঁয়া-মোছা ও রংচর্চার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। ইটগুলো ঘষে-মেজে খয়েরি ও সাদা রঙ ব্যবহার করা হচ্ছে। এছাড়া স্মৃতিসৌধের আশপাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এলাকা সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান আনু বলেন, “বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য সীমিত সময়ের জন্য প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শনার্থীদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও জানান, বিজয় দিবসকে ঘিরে স্মৃতিসৌধের এলাকা পরিপাটি ও নিরাপদ রাখতে প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে