Views Bangladesh Logo

রাঙামাটিতে নদী থেকে গর্ভবতী নারীর মরদেহ উদ্ধার

রাঙামাটির বিলাইছড়িতে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর এক গর্ভবতী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে কেংরাছড়ি গ্রামের মিলন কান্তি চাকমার স্ত্রী লতা মারমা (৩৩) বিলাইছড়ি বাজারে যাওয়ার পথে কেরণছড়ি এলাকায় নৌকা থেকে নদীতে পড়ে যান।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

লতার স্বামী মিলন কান্তি চাকমা বলেন, তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, লতা মারমা দুর্ঘটনাবশত নদীতে পড়ে মারা গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ