Views Bangladesh Logo

যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে একটি চলন্ত বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা আট মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুজন।

নিহত নারীর নাম মেহেরুন্নেসা ভূমি (২২)। তার স্বামী মো. মুসা কলিমুল্লাহ জানিয়েছেন, সকালে তারা আদ-দ্বীন হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে যাচ্ছিলেন। এ সময় জাত্রাবাড়ী ফ্লাইওভারে একটি ট্রাফিক সিগন্যালে মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকলে, পেছন থেকে মনজিল পরিবহনের একটি দ্রুতগামী বাস সেটিকে ধাক্কা দেয়। পাশে থাকা আরেকটি মোটরসাইকেলও দুর্ঘটনার শিকার হয়।

ধাক্কায় মেহেরুন্নেসা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে মেহেরুন্নেসার স্বামী কলিমুল্লাহ ও অপর মোটরসাইকেল আরোহী রানা রয়েছেন। রানার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কলিমুল্লাহ জানান, তারা মাটুয়াইলের সাদ্দাম মার্কেট এলাকায় ভাড়া থাকেন। তাদের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। রানা মাদারীপুরের শিবচরের বাইরের কান্দি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে কদমতলীতে থাকেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ