কেন অভিনয় ছাড়লেন, ভক্তের প্রশ্নের জবাব দিলেন প্রসূন
২০১২ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন প্রসূন আজাদ। এরপর নিয়মিত নাটক ও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও হঠাৎ করেই নিজেকে আড়ালে সরিয়ে নেন এই অভিনেত্রী। অবশেষে অভিনয় ছেড়ে দেওয়ার কারণ নিজেই জানালেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নের জবাবে প্রসূন আজাদ জানান, অভিনয় পেশাটি অত্যন্ত ব্যয়বহুল হলেও এর আর্থিক প্রতিদান তুলনামূলকভাবে কম। ভক্তের প্রশ্নের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, অভিনয়ে বিনিয়োগের তুলনায় লাভের অনুপাত খুবই কম, আর আয়ও হয় এককালীন। অথচ এই কাজই একজন শিল্পীর ইন্টেলেকচুয়াল প্রপার্টি হয়ে থাকে।
তিনি আরও লেখেন, অভিনয়ের সময় নিয়মিত পার্লার, পোশাক, জিম ও জীবনযাপনের পেছনে বিপুল খরচ করতে হতো। শুধু পার্লার ও কাপড় পরিচর্যাতেই মাসে উল্লেখযোগ্য অঙ্কের টাকা ব্যয় হতো বলে জানান তিনি।
ব্যয়বহুল সেই জীবন ছেড়ে কিছুটা স্বাভাবিক জীবনযাপন করার ইচ্ছাও অভিনয় ছাড়ার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানান প্রসূন। একই সঙ্গে একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ হিসেবে নিজেকে প্রস্তুত করার বিষয়টিও তাকে ভাবিয়েছে। তিনি লেখেন, অস্বাভাবিক জীবনযাপনের চাপে নিজের ভেতরের শক্তি হারিয়ে ফেলছিলেন তিনি।
গৃহিণী হওয়ার ইচ্ছাও ছিল তার। প্রসূনের ভাষ্য, বাইরে কঠোর পরিশ্রম করে কাজ করার পাশাপাশি গৃহিণী হওয়া সহজ নয়।
এ ছাড়া অভিনয় ছাড়ার পেছনে আরেকটি কারণ হিসেবে নিজের শারীরিক পরিবর্তনের কথাও উল্লেখ করেন তিনি। ওজন বেড়ে যাওয়ায় আত্মবিশ্বাসে প্রভাব পড়েছিল বলে জানান এই অভিনেত্রী।
বর্তমানে সংসার ও ব্যবসায় মনোযোগী প্রসূন আজাদ দুই সন্তানের মা। অভিনয়ের বাইরে তিনি ‘সর্বনাশা ইয়াবা’, ‘অচেনা হৃদয়’, ‘পদ্মপুরাণ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে