ভারত-বাংলাদেশ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান প্রণয় ভার্মার
ভারত ও বাংলাদেশের ভৌগোলিক নৈকট্য ও ক্রমবর্ধমান সক্ষমতাকে সহযোগিতার নতুন সুযোগে রূপান্তর এবং দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তায় জোর দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ন্যাশনাল ডিফেন্স কলেজ অব বাংলাদেশে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কোর্স ২০২৫- এ অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।
ভারতের বৈদেশিক নীতি ও উন্নয়ন কৌশলের রূপরেখা তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে দেশটির ক্রমবর্ধমান সম্পৃক্ততায়ও জোর দেন প্রণয় ভার্মা। বিশ্বজুড়ে সহযোগিতা প্রচার, বৈশ্বিক শাসনব্যবস্থায় সংস্কার ও গ্লোবাল সাউথের স্বার্থকে সমর্থন এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই জাতীয় উন্নয়ন অনুসরণে ভারতের প্রচেষ্টা তুলে ধরেন তিনি।
ভারতের ‘প্রতিবেশী প্রথম’ ও ‘আগে কাজ করুন’ নীতি, মহাসাগর মতবাদ এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিভঙ্গিভিত্তিক ভারত-বাংলাদেশ সম্পর্কের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি সম্পর্কেও কথা বলেন হাইকমিশনার।
তিনি উল্লেখ করেন, বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) আঞ্চলিক একীকরণে দুই দেশই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার সচিবালয় ঢাকায় অবস্থিত। বিমসটেকের লক্ষ্য হলো, প্রবৃদ্ধি ও উন্নয়ন বাড়াতে দক্ষিণ এশিয়ার সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগ স্থাপন।
বাংলাদেশের সাথে স্থিতিশীল ও পারস্পরিক উপকারী সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রণয় ভার্মা। এই সম্পর্ক শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে তৈরি হবে, যেখানে দুই দেশের জনগণই প্রধান অংশীদার হবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে