আইন সংশোধন না হলে পিআর ব্যবস্থা সম্ভব নয়: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর ব্যবস্থা কেবল আইন সংশোধনের মাধ্যমেই কার্যকর করা সম্ভব, অন্যথায় এটি সম্ভব নয়। শনিবার (২৩ আগস্ট) রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'পিআর ব্যবস্থা সংবিধানে নেই, আর নির্বাচন কমিশন আইনগত বিধানের বাইরে কোনো পদক্ষেপ নিতে পারে না।'
নাসির উদ্দিন জোর দিয়ে বলেন, নির্বাচনের প্রস্তুতি এগিয়ে চলছে— যার মধ্যে রয়েছে ভোটার তালিকা হালনাগাদ, সরঞ্জাম সংগ্রহ এবং নির্বাচনি সীমানা চূড়ান্তকরণ। আসন্ন রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আসনসীমা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।
সিইসি আরও জানান, নির্বাচনি নিরাপত্তায় সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তর্ভুক্ত থাকবে এবং ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের ঘটনায় প্রভাবিত এলাকায় ভোট বাতিল করা হতে পারে।
তিনি স্পষ্ট করে বলেন, পূর্ববর্তী নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের রাখা হবে না, তবে অভিজ্ঞ কর্মকর্তারা দায়িত্বে থাকবেন। তিনি আরও যোগ করেন, সরকার ইসিকে কোনো চাপ দেয়নি; যদি অযাচিত প্রভাব প্রয়োগ করা হয় তবে তিনি পদত্যাগ করবেন।
রাজনৈতিক দল প্রসঙ্গে নাসির উদ্দিন উল্লেখ করেন, আওয়ামী লীগ বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবে না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে