Views Bangladesh Logo

পিআর চাইলে জনগণের ম্যান্ডেট নিতে হবে, এটাই গণতন্ত্র: আমীর খসরু

 VB  Desk

ভিবি ডেস্ক

  1. সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) বা জাতীয় নির্বাচন ঘিরে যে কোনো দাবি বাস্তবায়নে জনগণের ম্যান্ডেট নেয়ার ওপর জোর দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, গণতন্ত্র মানে হলো জনগণের কাছে গিয়ে অনুমোদন নেয়া, আর সেই ম্যান্ডেট নির্বাচনের মাধ্যমেই আসতে হবে।

    বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি নুরের বাসায় গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন।

    আমীর খসরু বলেন, পিআর চাইতেই পারে, এতে কোনো সমস্যা নেই। অন্য দাবিও থাকতে পারে। তবে সেটি জনগণের কাছে নিতে হবে এবং নির্বাচনের মাধ্যমে তাদের ম্যান্ডেট নিয়েই পূরণ করতে হবে। এটিই গণতন্ত্র।

    দেশে জবাবদিহির সংকট প্রসঙ্গে তিনি বলেন, এখন সংসদ নেই। ফলে জবাবদিহির একটি শূন্যতা তৈরি হয়েছে। নির্বাচিত সরকার না থাকায় দায়বদ্ধতা ও জবাবদিহি দুটিই অনুপস্থিত, আর সেটিই ঘটছে।

    তিনি আরও বলেন, দেশের মানুষ স্থিতিশীলতা চায়, যাতে তাদের জীবন নিরাপদ থাকে। রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত অস্থিতিশীলতা দূর হবে না।

    জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের পিআরভিত্তিক নির্বাচন ও পাঁচ দফা দাবির প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এটা চাইতেই পারে, কোনো অসুবিধা নেই। আমাদেরও কিছু দাবি আছে। তবে সব জায়গায় ঐকমত্য হওয়া সম্ভব নয়। প্রতিটি দলের দর্শন ও চিন্তাভাবনা ভিন্ন। তাই যে কোনো দাবি জনগণের কাছে গিয়ে নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট নিয়েই বাস্তবায়ন করতে হবে।

    তিনি যোগ করেন, গণতন্ত্রে বিশ্বাসী হলে জনগণের ওপর আস্থা রাখতে হবে। সংসদে গিয়ে আলোচনা, বিতর্ক ও আইন প্রণয়নের মাধ্যমেই পরিবর্তন সম্ভব। এ প্রক্রিয়ায় বিশ্বাস না করলে দেশে স্থিতিশীলতা আসবে না, বরং এতে পরাজিত শক্তির জন্য সুযোগ তৈরি হবে।

    দেশ এখন নির্বাচনের দিকে এগোচ্ছে উল্লেখ করে আমীর খসরু বলেন, এ কারণেই গত ১৫-১৬ বছর আমরা ত্যাগ স্বীকার করেছি। নির্বাচনের সঙ্গে কোনো দলের আলাদা দাবিদাওয়ার সম্পর্ক নেই। তবে যদি কেউ এ সময়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের রাজনৈতিকভাবেই এর মূল্য দিতে হবে।
     

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ