Views Bangladesh Logo

পিআরের কারণে নেপালে ১৪ বার ক্ষমতার পরিবর্তন: জাহিদ

নুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে নেপালে ১৪ বার ক্ষমতার পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) অডিটরিয়ামে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া) জাতীয় সম্মেলনে বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ অভিযোগ করেন, জনগণের ঐকমত্য ছাড়াই কিছু রাজনৈতিক দল এখন স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী মানসিকতা নিয়ে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির পক্ষে প্রচার চালাচ্ছে।

তিনি বলেন, ‘৫ আগস্টের আগে পিআর পদ্ধতির বিষয়টি সামনে আনেননি কেউ। এখন কিছু দল এমনভাবে এই এজেন্ডাটি সামনে আনছে, যা গণতান্ত্রিক নীতিগুলোকে ক্ষুণ্ন করে।’

তিনি আরও অভিযোগ করেন, কিছু দল কোনো বৈধ জনসমর্থন ছাড়াই নিজেদের মতামতকে জনগণের মতামত হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

ডা. জাহিদ বলেন, ‘কেউ কেউ পিআরের দাবিতে রাস্তায় নেমেছে; কিন্তু তাদের আসল উদ্দেশ্য নির্বাচন বিলম্বিত করা।’ তিনি আরও অভিযোগ করেন, জনমনে বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়ানোর জন্য ‘ভুয়া ও আকস্মিক মিছিল’ করা হচ্ছে।

নেপালের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘পিআর পদ্ধতির কারণে নেপালে কয়েক বছরের মধ্যে ১৪ বার ক্ষমতার পরিবর্তন হয়েছে। বাংলাদেশে যারা পিআরের পক্ষে কথা বলছেন, তারা মূলত অস্থিতিশীলতা ও স্বৈরাচারী শাসনের পথ তৈরি করছেন।’

রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে পিআর চাপিয়ে দেওয়ার পদ্ধতিরও সমালোচনা করেন ডা. জাহিদ। এই বিএনপি নেতা প্রশ্ন করেন, ‘যদি পিআর সত্যিই জনগণের দাবি হয়ে থাকে, তবে এটি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা উচিত। নির্বাহী আদেশের মাধ্যমে কেন সংবিধানকে পাশ কাটাতে হবে?’

সংবিধান উপেক্ষা করার এই ধরনের প্রচেষ্টা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ