ফরিদপুরে স্কুল ব্যাগে মিলল শক্তিশালী বোমা, করা হলো নিষ্ক্রিয়
ফরিদপুরে পড়ে থাকা একটি স্কুল ব্যাগ থেকে রিমোট কন্ট্রোল ডিভাইস দ্বারা পরিচালিত শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বোম্ব ডিসপোজাল দল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নিষ্ক্রিয় করে।
এটিইউ বোম্ব ডিসপোজাল দলের পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, উদ্ধার হওয়া বোমাটি রিমোট কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর উপযোগী ছিল এবং এটি অত্যন্ত শক্তিশালী।
সকাল সাড়ে ৯টা থেকে শহরের বিসর্জন ঘাট এলাকায় কুমার নদের পাড়ে বোমাটি নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু হয়। ঢাকা থেকে আগত ১০ সদস্যবিশিষ্ট বোম্ব ডিসপোজাল দল অভিযানে অংশ নেয়। নিরাপত্তার স্বার্থে বিসর্জন ঘাটসংলগ্ন আলীপুর সেতুর দুই পাশ এবং নদীর দুই তীর এলাকায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয় সেনাবাহিনী ও জেলা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোমাটির সঙ্গে নতুন তার সংযুক্ত করে আনুমানিক ৫০ মিটার দূর থেকে ইলেকট্রিক সংযোগের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। বিকট শব্দে বিস্ফোরণের সময় বোমার স্প্লিন্টার অন্তত ২০ ফুট ওপরে ছিটকে পড়ে।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের কুমার নদের ওপর আলীপুর সেতুর দক্ষিণ পাশে পাঠখড়ির স্তূপের ভেতর একটি স্কুল ব্যাগে বোমাটি দেখতে পাওয়া যায়।
সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে সেতু এলাকা থেকে সরিয়ে বিসর্জন ঘাট এলাকায় বালির বস্তা দিয়ে সুরক্ষিতভাবে ঘিরে রাখে। সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রাখেন।
পরে জেলা পুলিশের অনুরোধে ঢাকা থেকে এটিইউ বোম্ব ডিসপোজাল দল ফরিদপুরে আসে। শনিবার রাতেই দলটি পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে এবং রোববার সকালে বোমা নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু করে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন জানান, আলীপুর সেতুর ওপর জমা রাখা খড়ির গাদার ভেতরে বোমা থাকার গোপন তথ্যের ভিত্তিতেই শনিবার দুপুর থেকে এলাকাটি ঘিরে রাখা হয়। তল্লাশিতে স্কুল ব্যাগের ভেতর টেপ দিয়ে প্যাঁচানো একটি বোমা সদৃশ বস্তু পাওয়া যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে