Views Bangladesh Logo

ওএসডি ৬৯ উপসচিবকে পদায়ন

 VB  Desk

ভিবি ডেস্ক

নপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা ৬৯ জন উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পদায়ন করেছে সরকার। রোববার (৫ অক্টোবর) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এতে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষর করেছেন।

ওএসডি থেকে পদায়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— মোছা. শারমীন আখতার, মোহাম্মদ আব্দুল কাদের আজাদ, মো. সালাহউদ্দীন, ড. আনিছুর রহমান, মো. জাকির হোসেন তালুকদার, ড. মো. মনিরুল ইসলাম, মো. আশরাফুল আলম, রাসেল আহমেদ, ফেরদৌস আহাম্মদ, জাহানারা আক্তার, ড. লুৎফর রহমান, জেবুন নেছা হায়দার, এ কে এম আব্দুল্লাহ ফারুক, ফখরুদ্দিন আহামেদ, জোহরা তারা বেগম, মো. জিয়াউল হক, মোসা. ইফতেখার জাহান, সানজিদা শারমিন, মোহাম্মদ আবদুস সাদেক, মো. সাইফুল হক, ড. মো. মজিদুল হক, ড. মো. আনোয়ার হোসেন, মুহাম্মদ জাকির হোসেন, এ কে এম বজলুর রহমান, মো. সাইদুর রহমান, শেখ মনিরুল ইসলাম, মো. মকবুল হোসেন, ড. মো. আব্দুল আজিজ, তা. শা. শামীম সিদ্দিকী, মোহা. আশরাফুল ইসলাম, মো. নিজাম উদ্দিন, ড. কল্যাণী নন্দী, ড. মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুল বারী, মো. ফয়সাল আযম, মামুন আল মোর্শেদ চৌধুরী, সুমাইয়া নাজনীন, মু. রকিবুল হাসান, মো. নাজিম উদ্দীন, মো. শরিফুল আলম, মু. সুমন মেহেদী, মো. আল-আমিন, ড. আবুল হাসনাৎ, মো. জাকির উদ্দীন, গোলাম আজম, ডা. মোহাম্মদ শাহাদত হোসেন, খন্দকার নূর রেজওয়ানা পারভীন, মুহা. আখতারুজ্জামান, এস এম ওয়াদুদুল ইসলাম, খান মুহম্মদ গোলাম রাব্বানী, মো. ইয়াসিন আরাফাত, মো. শফিকুল আলম, এ এস এম শাহরিয়ার জাহান, আল-আমীন মো. নুরুল ইসলাম, মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান, মো. শাহীদুল ইসলাম, উম্মে সালমা, মো. হাসিবুল মাহমুদ, শেখ শহিদুল ইসলাম শাহারিয়ার, মো. আব্দুল হাকিম, মোহাম্মদ আলী আহম্মেদ খাঁন, মো. আক্তার হোসেন, মোহাম্মদ সাদ্দাম হোসেন খাঁন, ইফতেখাইরুল করিম, মুহাম্মদ মিঝানুর রহমান হাওলাদার, মো. গোলাম কিবরিয়া, মো. মিজানুর রহমান, মো. খালেদ হোসেন, মুহ. শাহিন ইকবাল আঁখি ও মামুনুর রশীদ।

এর আগে বিভিন্ন সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদেরকে ওএসডি করেছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ