Views Bangladesh Logo

পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে ২১ জানুয়ারির পর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই পদ্ধতিতে প্রবাসী ভোটারদের পাশাপাশি ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে। নিবন্ধিত ভোটাররা আগামী ২১ জানুয়ারির পর থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

সোমবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটারদের প্রদত্ত ঠিকানায় ব্যালট পৌঁছানোর পর তা সংগ্রহ করে নিজ দায়িত্বে ২১ জানুয়ারির পর অ্যাপে লগইন করে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

এবার দেশের ভেতরে তিন শ্রেণির নাগরিক- সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও এই পদ্ধতিতে ভোট দেবেন।


পোস্টাল ব্যালটে ভোট দিতে এ বছর মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ