জনপ্রিয় মার্কিন র্যাপারকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন জনপ্রিয় র্যাপার টেভিন হুড, যিনি ‘টি-হুড’ নামে পরিচিত। স্থানীয় সময় শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আমেরিকান সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ওই সময় টি-হুডের বাসায় একটি পার্টি চলছিল। সেই সময় তাকে একাধিক গুলি করা হয়। যার ফলে হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি। তবে পার্টির বিষয়টি অস্বীকার করেছেন তার মা।
টি-হুডের মৃত্যুতে শোক জানিয়েছেন তার সহকর্মীরা। সংগীত প্রযোজক ডিডটউইল এক শোকবার্তায় লিখেছেন, ‘আমরা সারাদিন ফোনে কথা বলতাম। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি চলে গেছ। শান্তিতে থাকো টি-হুড। আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয় ভাই।’
প্রয়াতের প্রেমিকা কেলসিও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ নোট লিখে গায়কের মৃত্যু নিয়ে ছড়ানো নানা গুজবের সমালোচনা করেছেন। তিনি লেখেন, ‘প্রথমত, আমাকে অনেক পক্ষ থেকে কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছে। আমি আর বসে থাকতে পারছি না। আমার জীবনের ভালোবাসা চলে গেছে। যে মানুষটির সঙ্গে আমি প্রতি রাতে শুয়ে থাকতাম। তাঁকে জড়িয়ে ধরতাম। সে আর এখানে নেই।’
পুলিশ জানিয়েছে, ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে