Views Bangladesh Logo

নিয়োগ পরীক্ষা স্থগিত: দেশব্যাপী পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ আজ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার স্থগিতাদেশের প্রতিবাদে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশব্যাপী আন্দোলনে নামছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা।

বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ আগস্ট ডিএমটিসিএলের ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কিছু বিএসসি ইঞ্জিনিয়ারের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে পরীক্ষা স্থগিত করা হয়।

এই রিটকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে পলিটেকনিক শিক্ষার্থীরা অভিযোগ করেন, এতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেয়ার অপচেষ্টা করা হয়েছে। তারা আরও দাবি করেন, ওই রিটের মাধ্যমে ১০ম গ্রেডের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদেও ডিপ্লোমাধারীদের প্রবেশাধিকার বন্ধ করার ষড়যন্ত্র চলছে।

এর আগে বুধবার সন্ধ্যায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) প্রাঙ্গণে প্রতিবাদে অংশ নেন শিক্ষার্থীরা।

নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘটনায় পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা সরকারি প্রকৌশল খাতে সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় আন্দোলনের প্রস্তুতি চলছিল। আয়োজকরা জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু না হওয়া পর্যন্ত এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অংশগ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ