Views Bangladesh Logo

পরিবেশ দূষণকারীদের শাস্তি দিতে হবে: রিজওয়ানা হাসান

রিবেশগত ছাড়পত্রে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একইসঙ্গে পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগের ওপর জোর দিয়ে তিনি বলেন, যারা দূষণ করে তাদের অবশ্যই শাস্তি দিতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) গাজীপুরের শ্রীপুরে বিশ্বব্যাংক আয়োজিত ‘টেকসই বাংলাদেশের জন্য পরিবেশগত নিয়ন্ত্রণ ও প্রয়োগ সক্ষমতা জোরদারকরণ’ শীর্ষক তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, আইন প্রয়োগ মানে শুধু জরিমানা নয়। এতে স্বচ্ছতা, বিকল্প ব্যবস্থা ও জনগণের সম্পৃক্ততা থাকতে হবে। তিনি ডাইং কারখানা, সিমেন্ট কারখানা ও ইটভাটার মতো বড় বড় দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার এবং জনসম্মুখে তাদের নাম প্রকাশের আহ্বান জানান।

পরিবেশগতভাবে স্পর্শকাতর এলাকায় বর্জ্য ফেলার অনুমতি দেয়াকে “অবৈধ ও দায়িত্বজ্ঞানহীন” বলে অভিহিত করেন পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, কর্মকর্তাদের অবশ্যই রাজনৈতিক চাপ প্রতিহত করতে হবে অথবা দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে।

এ সময় পরিবেশগত ছাড়পত্র প্রক্রিয়াকে স্বচ্ছ করারও দাবি জানান রিজওয়ানা হাসান। তিনি বলেন, জনগণের মতামতের জন্য লাল ক্যাটাগরির শিল্পগুলোর সমস্ত পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) প্রতিবেদন পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান হতাশা প্রকাশ করে বলেন, এমনকি দূষণকারী প্রতিষ্ঠানগুলোও জাতীয় পুরস্কার পেয়েছে। যারা দূষণ করে তাদের পুরস্কৃত নয় বরং শাস্তি দিতে হবে।

তিনি অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ডিজিটাল করা, অভিযোগ ট্র্যাকিংয়ের জন্য মোবাইল অ্যাপ চালু এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জ্যাঁ পেম, সাবেক দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী, গাজীপুরের ডিসি নাফিসা আরেফিন, বিইএসটি প্রকল্পের পরিচালক একেএম রফিকুল ইসলাম এবং বিশ্বব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ বুশরা নিশাত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ