Views Bangladesh Logo

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলতে হবে বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোটের ব্যালট গণনার সুবিধার্থে গোলাপি রঙের হবে। শনিবার (১৩ ডিসেম্বর) জারি করা ইসির এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থাকবে সাদা রঙের। ভোটাররা ভোট প্রদান শেষে উভয় ব্যালট একই ব্যালট বাক্সে জমা দেবেন।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় গণভোটের জন্য প্রশ্ন নির্ধারণ, ভোটগ্রহণের সময়সূচি, রিটার্নিং কর্মকর্তা ও ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, ভোটদান পদ্ধতি এবং ফল প্রকাশসহ সার্বিক দিকনির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

গণভোটে ভোটারদের কাছে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং এতে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবগুলোর বিষয়ে সম্মতি চাওয়া হবে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠন, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ ও রাষ্ট্রপতির ক্ষমতা সংশোধনসহ মোট ৩০টি সংস্কার বিষয়।

ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারাই গণভোট পরিচালনার দায়িত্ব পালন করবেন। একই ভোটকেন্দ্র ও একই ভোটার তালিকা ব্যবহার করে উভয় ভোট গ্রহণ করা হবে।

এর আগে ইসি জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। পোস্টাল ভোটের ক্ষেত্রেও জাতীয় সংসদ নির্বাচনের নিয়ম অনুসরণ করা হবে।

ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স খোলা হলে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট আলাদাভাবে গণনা করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ