Views Bangladesh Logo

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়

 VB  Desk

ভিবি ডেস্ক

গামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করবেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

আজ বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান।

এর আগে দুপুরে নির্বাচন- পূর্ব প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করতে সিইসি, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সচিব সাংবাদিকদের জানান, সিইসির ভাষণ রেকর্ড হওয়ার পর কমিশনারদের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণার সময় নির্ধারণ করা হবে।

ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সিইসি রাষ্ট্রপতিকে জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের অগ্রগতি এবং রাজনৈতিক দল নিবন্ধনের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেছেন।

একই দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে কারিগরি ও লজিস্টিক ব্যবস্থাপনা কীভাবে হবে—সে বিষয়ে রাষ্ট্রপতি বিস্তারিত জানতে চান। ব্যালট পেপারের রং, বিতরণ পদ্ধতি, মক ভোটিংয়ে ভোটারপ্রতি গড় সময়, ভোট গণনার প্রযুক্তিগত প্রক্রিয়া—এসব বিষয়ে তিনি খোঁজ নেন। ব্যাখ্যা শুনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের নতুন সময়কে যৌক্তিক বলে মত দেন।

‘আউট অব কান্ট্রি ভোটিং’ ও ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’-এর প্রযুক্তিগত কাঠামো সম্পর্কেও রাষ্ট্রপতি বিশেষ আগ্রহ দেখান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ