Views Bangladesh Logo

নির্বাচনে অংশ নেয়া বেআইনি নয়, নৈতিক ভুল থাকলে ক্ষমা চাই: চুন্নু

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় পার্টির মহাসচিব (একাংশ) মুজিবুল হক চুন্নু বলেছেন, দলীয়ভাবে নির্বাচনে অংশ নিয়ে তারা কোনো বেআইনি কাজ করেনি। তবে যদি নৈতিকভাবে কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকে তাহলে দেশের জনগণের কাছে তারা নিঃশর্ত ক্ষমা চান।

শনিবার (৯ আগস্ট) ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, গত চার বছর মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে তার কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, যা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন। তিনি জানান, রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্ত সবসময় সঠিক সিদ্ধান্ত নাও নিতে পারে। বিগত অনেক নির্বাচনে তারা অংশ নিয়েছে, যেখানে বিভিন্ন কটূক্তি ও অভিযোগের সম্মুখীন হয়েছে জাতীয় পার্টি।

তিনি আরও বলেন, ‘আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি, কোনো বেআইনি কাজ করেনি। যদি নৈতিক ভুল বা ভ্রান্তি থেকে থাকে, জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাই।’

মহাসচিব আরও বলেন, জাতীয় পার্টি শান্তিপূর্ণ রাজনীতির পক্ষপাতী একটি আধুনিক গণতান্ত্রিক দল। তারা দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চায় এবং সব নিয়মকানুন মেনে রাজনীতি করবে। তাই সব রাজনৈতিক দল ও সরকার থেকে সহযোগিতা কামনা করেন।

জাতীয় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। কাউন্সিলের সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন, মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ