Views Bangladesh Logo

গণভোটের পক্ষ-বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না নির্বাচনী কর্মকর্তারা: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সংশ্লিষ্ট সকল নির্বাচন কর্মকর্তা গণভোটের পক্ষে বা বিপক্ষে কোনো প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আগারগাঁওয়ে কমিশনের অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ কথা জানান।

তিনি বলেন, নির্বাচনী পরিবেশ এইবার আগের যে কোনো নির্বাচনের তুলনায় বেশি স্বচ্ছ। ভোটাররা পূর্ণ আস্থা নিয়ে ভোটকেন্দ্রে আসবেন এবং ইসি নির্বাচনের চারপাশের সব ধরনের উদ্বেগ মোকাবেলা করতে সক্ষম হবে।

এদিকে প্রবাসী ভোট সংক্রান্ত তথ্য উল্লেখ করে ইসি জানিয়েছে, পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭,৬৬,৮৬২ জন প্রবাসী ভোটারের ব্যালট সংশ্লিষ্ট গন্তব্য দেশে পৌঁছেছে। এর মধ্যে ৪,৯৩,৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমাদ খান জানান, ২৭ জানুয়ারি সকাল ১০:৩০ পর্যন্ত ৪,২৫,৭৮৮ জন প্রবাসী ভোটার ভোট দিয়েছেন। এদের মধ্যে ৩,৭০,৩২২ জন তাদের দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সের মাধ্যমে ভোট জমা দিয়েছেন। এছাড়া ২১,৫০৮ জন ভোটারের ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

তিনি আরও জানান, দেশ ও প্রবাসী মিলিয়ে মোট ১৫,৩৩,৬৮৩ জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ