Views Bangladesh Logo

রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন: মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশকে নতুনভাবে গড়ে তোলার এক সুবর্ণ সুযোগ এসেছিল; কিন্তু রাজনীতিবিদদের মধ্যে ঐক্যের অভাবে সেই সুযোগ হাতছাড়া হয়েছে। 'চারদিকে যখন অনৈক্যের সুর শোনা যায়, তখন আমরা অনেকে হতাশ হয়ে পড়ি,' বলেন তিনি।


সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, 'দেশে এখন অস্থিরতা বিরাজ করছে। জেনারেশন জেড বা নতুন প্রজন্মের চিন্তাভাবনা আর আমাদের চিন্তার মধ্যে বিশাল ফারাক রয়েছে। এই প্রজন্মগত ব্যবধান অস্বীকার করার উপায় নেই।'

শিক্ষাব্যবস্থার দুরবস্থার জন্য রাজনীতিবিদ ও আমলাতন্ত্রকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, 'আমাদের দেশে শিক্ষার ওপর খুবই কম গুরুত্ব দেয়া হয়েছে। শিক্ষার্থীরা বিএ, এমএ পাস করেও চাকরি পাচ্ছে না। অথচ কেউ যদি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিসিটি বা অন্য বিষয়ে ডিপ্লোমা নিত, তাহলে তার চাকরি নিশ্চিত থাকত। এখানেই আমাদের নীতির ব্যর্থতা।'

তিনি আরও বলেন, 'উচ্চশিক্ষা কেবল অতি মেধাবীদের জন্য সীমিত রাখা এবং অধিকাংশ সাধারণ শিক্ষার্থীর জন্য কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণের সুযোগ তৈরি করা গেলে সেটিই হতো সবচেয়ে বাস্তবসম্মত নীতি।'

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। মির্জা ফখরুল শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন এবং বলেন, 'ভবিষ্যৎ তোমাদের ডাকছে। প্রতিযোগিতামূলক এই পৃথিবীতে টিকে থাকতে হলে এখন থেকেই নিজেকে তৈরি করতে হবে।'

অনুষ্ঠানে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা সভাপতিত্ব করেন এবং ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’র ব্যবস্থাপনা সম্পাদক মোবারক হোসেন সঞ্চালনা করেন। বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সাবুর খান, বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আহ্বায়ক কবীর হোসেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ