Views Bangladesh Logo

ভারত-বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়বে না বাণিজ্যে: অর্থ উপদেষ্টা

ভারত-বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

অর্থনীতি বা বাণিজ্যে রাজনৈতিক প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমার মনে হয়, এখানে ইমোশনাল বিষয় কাজ করেছে। দুই পক্ষই এটা বিবেচনা করবে। আমরা চাই না সম্পর্কের হ্যাম্পার হোক। ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না।’

মুস্তাফিজকে নিয়ে যেটা ঘটেছে সেটা দুঃখজনক বলে মনে করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি। একজন ভালো প্লেয়ার খেলতে যাবে, দয়া-দাক্ষিণ্য করে তাকে নেয়নি। হঠাৎ বন্ধ করে দেবে, এটা অপ্রত্যাশিত এবং দুঃখজনক। এটা দুই দেশের কারোই জন্য ভালো নয়।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘মোস্তাফিজ একজন সেরা খেলোয়াড়, সেটা সবাই স্বীকার করে, তারাও স্বীকার করে। বাংলাদেশ যে রেসপন্স করেছে, এটাই কমপ্লিটলি অ্যাপ্রোপিয়েট। এ ধরনের অ্যাকশান কেউ যদি শুরু করে তাহলে রিয়েকশান হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ