জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে সংলাপ দুপুরে
জুলাই সনদের আইনি কাঠামো ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে গুরুত্বপূর্ণ সংলাপ করবে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপে যোগ দিতে পারেন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসও।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় সংলাপে অংশ নেবে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতসহ আমন্ত্রিত দলগুলো।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দলের প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছে তাদের প্রেস উইং।
জুলাই সনদের বিষয়ে মূলত ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট চুক্তিতে উপনীত হওয়া এখনও বাকি রয়েছে। সহ সভাপতি ড. আলী রীয়াজের নেতৃত্বে সনদ বাস্তবায়নে একাধিক পদ্ধতির পরামর্শ দিয়েছে কমিশন। যার মধ্যে রয়েছে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ বা নির্বাহী আদেশ।
বেশ কয়েক দফা সংলাপে সনদ চূড়ান্তের পর সর্বশেষ ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে এসব বিকল্প নিয়ে সর্বশেষ বৈঠক করেছিল জাতীয় ঐকমত্য কমিশন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে