রাজনৈতিক দলগুলোকে নিজেদের সংস্কার করতে হবে: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে রাজনৈতিক দলগুলোকে নিজেদের ভেতরের কাঠামো ও সংস্কৃতি সংস্কার করতে হবে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর কসমস সেন্টারে ‘নির্বাচনী ব্যবস্থা’ বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
তাৎক্ষণিক নির্বাচনের আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের কণ্ঠ ফিরিয়ে আনতে বর্তমান সংবিধানের অধীনেই নির্বাচন হতে হবে। যেসব বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে, তা সংসদে আলোচনা করে চূড়ান্ত করা যেতে পারে। কী হবে, আর কী হবে না—সেটা জনগণই নির্ধারণ করবে।”
কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “চার্টারে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, সেগুলোর বাস্তবায়নেই এগিয়ে যেতে হবে।”
বিএনপির এই নেতা বলেন, “গণতন্ত্রে একদলীয় শাসনের কোনো স্থান নেই। নির্বাচনে যে দল জয়ী হবে, তারাই দেশকে বর্তমান সংকট থেকে উত্তরণের পথে এগিয়ে নেবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। ভিন্নমত ও বিরোধীদের প্রতি শ্রদ্ধা দেখানো শিখতে হবে। মুখোমুখি রাজনীতির এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার এখনই সময়।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে