রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনতে হবে: বদিউল আলম মজুমদার
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার (আরটিআই) আইনের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি উল্লেখ করেন, আসন্ন নির্বাচনের আগে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও আয়-ব্যয়ের হিসাব প্রকাশের প্রস্তাব করা হয়েছে।
রোববার রাজধানীর এক হোটেলে আয়োজিত আরটিআই আইন সংক্রান্ত এক সেমিনারে বক্তৃতাকালে ড. মজুমদার বলেন, 'বাংলাদেশ স্বাস্থ্য খাতে কিছু আফ্রিকান দেশের চেয়েও পিছিয়ে আছে। অপুষ্টি এখন একটি বড় উদ্বেগ, বিশেষ করে নারীদের মধ্যে, যা সরাসরি তাদের সন্তানের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। নারীদের যদি সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত না হয়, তবে দেশ সুস্থতার দাবি করতে পারে না।'
তিনি আরও বলেন, 'নারীদের প্রতি বিনিয়োগ, তাদের বঞ্চনার অবসান এবং সুযোগ সৃষ্টি অপরিহার্য। আমাদের সমাজের অর্ধেক নারী হলেও তারা পদ্ধতিগত বৈষম্যের শিকার। সব ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করলে দেশের জন্য বিরাট সুফল বয়ে আনবে।'
সেমিনারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, 'সরকারি তথ্য জনগণের, ব্যক্তিগত কর্মকর্তাদের নয়। কর্মকর্তারা গোপনীয়তা রক্ষার প্রবণতা না বদলালে আরটিআই আইনের সুফল বাস্তবায়িত হবে না।'
ড. ইফতেখারুজ্জামান আরও অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, তারা আরটিআই আইন কার্যকরভাবে বাস্তবায়নের দৃষ্টান্ত স্থাপন করতে ব্যর্থ হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে