জাতীয় ঐক্য ইস্যুতে সরকারের পাশে থাকবে রাজনৈতিক দলগুলো
ভারতসহ বিভিন্ন দেশে বাংলাদেশের বিরুদ্ধে চলমান অপপ্রচার মোকাবেলা, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ বিষয়ে জাতীয় ঐক্য গড়তে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজনৈতিক দলগুলো।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে সরকারের সঙ্গে ঐকমত্যও পোষণ করেন দলগুলোর নেতারা।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সোয়া চারটার পর শুরু হওয়া দ্বিতীয় দিনের এ সংলাপ চলে আড়াই ঘণ্টা।
সংলাপে অংশ নেয়া আমার বাংলাদেশ পার্টির যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান ফুয়াদ ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের বলেন, জাতীয় ঐক্যের ইস্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন সব রাজনৈতিক দলের নেতারা।
সংলাপে স্বাগত বক্তব্য দিতে গিয়ে তিনটি বিষয়ে দলগুলোর মতামত ও পরামর্শ জানতে চান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
সংলাপ শুরুর ঘণ্টাখানেক পর বের হয়ে প্রাক্তন সামরিক কর্মকর্তা ও একটি রাজনৈতিক দলের প্রধান আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের জানান, কোনো উস্কানি না দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি জানান, সংখ্যালঘুদের উপর হামলার তদন্ত এবং প্রকৃত চিত্র উন্মোচনে সংখ্যালঘু কমিশন গঠনের প্রস্তাব করেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল।
অপপ্রচার মোকাবেলায় রাষ্ট্রের তত্ত্বাবধানে জনসংযোগ সেল গঠনেরও পরামর্শ দিয়েছে কিছু দল।
ফুয়াদ আরও জানান, বিদেশি দূতাবাস থেকে আগের শাসনামলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অপসারণ এবং তাদের স্থলে জুলাই আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত ব্যক্তিদের প্রতিস্থাপনের সুপারিশ করেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। যেন তারা কার্যকরভাবে যেকোনো অপপ্রচার মোকাবেলা করতে পারেন।
‘যদিও এটি আলোচ্যসূচিতে ছিল না, বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের পর যতো তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূসের প্রতি’- বলেন ফুয়াদ।
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় রাজধানীসহ বিভিন্ন জেলায় বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে জাতীয় ঐক্য অর্জনে ধারাবাহিক এ সংলাপ শুরু করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কয়েকটি ছাত্র সংগঠনের নেতারা প্রথমেই সংলাপে অংশ নেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অন্য ধর্মীয় দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে