ইবতেদায়ি শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
রাজধানীর প্রেস ক্লাব এলাকায় ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে অন্তত ৪৩ জন শিক্ষক আহত হয়েছেন।
বুধবার দুপুর সোয়া ২টার দিকে প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। কিছুদূর এগোতেই তারা পুলিশের বাধার মুখে পড়েন। পরে ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শিক্ষকরা মেট্রোরেল স্টেশনের নিচ থেকে সচিবালয়ের দিকে যাওয়ার সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। তাদের বুঝিয়ে সরানোর চেষ্টা করা হলেও তারা তা উপেক্ষা করে সামনে এগোতে থাকেন। এরপরই জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।
শাহবাগ থানার প্যাট্রোল ইনস্পেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, ‘ইবতেদায়ি শিক্ষকরা জোর করে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করা হয়।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, পুলিশের জলকামান, কাদানে গ্যাস ও লাঠিচার্জে আহত অন্তত ৪৩ জন শিক্ষক সেখানে চিকিৎসা নিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে